টরন্টো বাংলা বইমেলার আয়োজনে ‘স্মৃতি-শিখা অনির্বাণ’ ৭ দিনব্যাপী বিজয় উৎসব সম্পন্ন

bcv24 ডেস্ক    ০৪:৪১ এএম, ২০১৯-১২-২০    414


টরন্টো বাংলা বইমেলার আয়োজনে ‘স্মৃতি-শিখা অনির্বাণ’ ৭ দিনব্যাপী বিজয় উৎসব সম্পন্ন

বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবসকে ঘিরে কানাডা’র টরন্টো বাংলা বইমেলার আয়োজনে গত ১০ থেকে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ৭ দিনব্যাপী বিজয় উৎসব ‘স্মৃতি-শিখা অনির্বাণ’। টরন্টোর ডেনফোর্থের অন্যমেলা প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের স্মৃতি, গান, কবিতা, চারুকলা, সাহিত্য ও নাটক নিয়ে সাজানো হয় জমকালো এই বিজয় উৎসব।

১০ ডিসেম্বর উদ্বোধনী দিনে জাতীয় সংগীত ও শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। আয়োজনের আহ্বায়ক সাদী আহমদের উপস্থাপনায় অনুষ্ঠান শুরু করেন মুখ্য আলোচক একুশে পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কবি আসাদ চৌধুরী।

প্রথম দিনের নির্ধারিত আলোচক শহীদ খন্দকার টুকু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ‘২৫ মার্চ রাতের ভয়াল চিত্র ও মুক্তিযুদ্ধের দিনগুলি’র প্রত্যক্ষদর্শীর বর্ণনা করেন এবং কানাডা আওয়ামী লীগ’র প্রাক্তন সভাপতি মুক্তিযোদ্ধা এডভোকেট সালাম শরীফ ‘কোলকাতায় মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার’ বিষয়ে আলোচনা করেন।

এদিন আবৃত্তিতে ছিলেন খ্যাতিমান নৃত্য ও আবৃত্তি শিল্পী অরুণা হায়দার এবং সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী নার্গিস চৌধুরী। ১১ ডিসেম্বর আসরের ২য় দিনের আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা নূর মোহাম্মদ কাজী ও ঢাকা চারুকলার চারুশিল্পী তাজ উদ্দিন আহমেদ। তাঁরা পর্যায়ক্রমে আলোচনা করেন ‘৬৯’র গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা’ এবং ‘মুক্তিযুদ্ধে চারুকলা’র ছাত্র’।

১২ ডিসেম্বর ৩য় দিনের আলোচনায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শামীমা নাসরীন শাহেদ। তিনি ‘২৫ মার্চ কালরাত্রি ও গণহত্যা’র প্রত্যক্ষদর্শীর বর্ণনা দেন। এসময় তিনি বলেন, ‘এটি ছিল ভয়াবগ এক ঘটনা। হত্যাকাণ্ড চলাকালীন সময়ে ঘাতকদল আকাশে হেলিকপ্টার নিয়ে চক্কর দিয়ে ক্যাম্পাসের ছাদেও তল্লাশী চালায়।’

‘শরণার্থী শিবিরের দিনগুলি’ নিয়ে স্পর্শকাতর স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আশরাফ আলী। আবৃত্তিতে অংশ নেন কবি মৌ মধুবন্তী ও বাচিকশিল্পী শিল্পী হোসনে আরা জেমি। পরে কানাডা সফররত ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ওমর ফারুক অতিথি হিসেবে বক্তৃতা করেন। তিনি বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ে স্কুল পর্যায়ে বর্তমান বিশেষ প্রকল্পের উপর আলোকপাত করেন।

১৩ ডিসেম্বর ৪র্থ দিন সেলিনা সিদ্দিকী শুশু ‘মুক্তিযুদ্ধে টাঙ্গাইল’-এর উপর আলোকপাত করেন। তিনি কাদেরিয়া বাহিনীর কর্মকাণ্ডের অনেক অজানা তথ্য তুলে ধরেন। অপরদিকে, চারুশিল্পী লায়লা শারমীন ‘মুক্তিযুদ্ধের চারুকলা’ বিষয়ে আলোচনা করেন। এদিন দেশাত্বক গান করেন শিশু শিল্পী উলফাৎ মুরতাজা।

১৪ ডিসেম্বর ৫ম দিন ছিলো ‘শহীদ বুদ্ধিজীবি দিবস’। এদিন আলোচনায় ছিলেন ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও জাতিসংঘের প্রতিনিধি ড. জহির সাদেক। তিনি শহীদ বুদ্ধিজীবী হত্যা ও বর্তমান সময়ে শিক্ষাঙ্গনে শিক্ষকদের অবমাননার উপর আলোকপাত করেন। এর পরপরই সংস্কৃতিসেবী জামানা হাসিনা ‘মুক্তিযুদ্ধে কবি ও কবিতা’ বিষয়ে তার প্রবন্ধ উপস্থাপন করেন। তারপর মুক্তিযুদ্ধের গানে ও কবিতায় ছিলেন স্থানীয় বিশিষ্ট শিল্পী সুমন মালিক ও মার্জিয়া মৌ।

১৫ ডিসেম্বর ৬ষ্ঠ দিনের আলোচনায় অংশ নেন লেখক-সাংবাদিক জসিম মল্লিক। তাঁর বিষয় ছিল ‘সাহিত্যে মুক্তিযুদ্ধ’। এরপর রবীন্দ্রসঙ্গীত শিল্পী নার্গিস চৌধুরী উপস্থাপন করেন খুলনার ’চুক নগর গণহত্যা’র বর্ণনা’। যা প্রথম পর্যায়ে বাংলাদেশের গণহত্যার ইতিহাসে লিপিবদ্ধ হয়নি।

ঐদিনের শেষ আলোচনায় কবি মেহরাব রহমান আলোচনা করেন ’কবিতায় মুক্তিযুদ্ধ’। পরিশেষে দেশাত্মবোধক ও স্বাধীন বাংলা বেতারের গান করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী চিত্রা সরকার ও এ প্রজন্মের শিল্পী আসিফ চৌধুরী। জ্যাকলিন রোজারিও, উর্মি রহমান ও নুসরাত জাহান চৌধুরী আবৃত্তিতে অংশ নেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে আরও বড় পরিসরে স্থানীয় মিজান কমপ্লেক্সে বিজয়ের অনুষ্ঠান শুরু শহীদ খন্দকার টুকু’র গান ও কবি মেহরাব রহমানের ছড়া কবিতা ‘স্বাধীনতার কড়চা’ দিয়ে।

যথারীতি প্রতিদিনের মুখ্য আলোচক বরেণ্য কবি আসাদ চৌধুরী তাঁর শেষ বক্তব্যে ’অন্যমেলা’র ভূয়সী প্রশংসা করে বলেন, ‘দেশের বাইরে এত বিষয়ে তথ্যভিত্তিক দীর্ঘ আলোচনা আমার ধারণার অতীত ছিল, অনেক নতুন অজানা তথ্য ও জ্ঞান আহরণ করেছি এবং এ থেকে অভিবাসী বাংলাদেশীরাও উপকৃত হয়েছেন বলে আমার বিশ্বাস।’

সর্বশেষে অনুষ্ঠানের নির্ধারিত বিষয় ‘মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চ নাটক’ নিয়ে আলোচনা ও বাংলাদেশ থিয়েটার আর্কাইভের সৌজন্যে তথ্যচিত্র পরিবেশনা করেন পদাতিক নাট্যসংসদ-বাংলাদেশ’-এর দলনেতা ও সম্মিলিত সাংস্কৃতিক জোট-কেন্দ্রিয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিম শামসুল হুদা চৌধুরী।

সবশেষে বড় পর্দায় প্রদর্শিত হয় পদাতিক নাট্যসংসদ-বাংলাদেশ’র ৩১তম প্রযোজনা মুক্তিযুদ্ধ ভিত্তিক মঞ্চনাটক ‘পোড়ামাটি’। নাটকটি রচনা করেছেন ড.বাবুল বিশ্বাস ও নির্দেশনা দিয়েছেন ড. আইরীন পারভীন লোপা। অনুষ্ঠানটি প্রতিদিন অন্যমেলা ফেইসবুক পেইজ থেকে লাইভে দেখানো। কানাডায় অবস্থানরত বাংলাদেশী মালিকানাধীন পিঠাঘর’র সৌজন্যে বিজয়ের এ উৎসব অগণিত দর্শক-শ্রোতাদের মুখরতায় সমাপ্তি ঘটে। 

--------সংবাদটি আয়োজক সাদী আহমেদ কর্তৃক প্রেরিত। 


রিটেলেড নিউজ

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

টরন্টোতে দিশা'র প্যানেল মেম্বার রি-ইউনিয়ন সম্পন্ন

bcv24 ডেস্ক

দিশা প্যানেল মেম্বার রি-ইউনিয়ন ২০২২৷   গত সোমবার অক্টোবরের ১০ তারিখ ঝমকালো আয়োজনে দিশার নতুন কম... বিস্তারিত

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

কাল 'বাংলা রক ফেস্টে' টরন্টো মাতাবেন ফুয়াদসহ ৫ ব্যান্ড দল

bcv24 ডেস্ক

আগামীকাল শনিবার (২৭ আগস্ট) টরন্টো শহরের ১৯০ রেলসাইড রোডের টরেন্টো প্যাভিলিয়ন হলে এ বাংলা রক ফেস্ট ... বিস্তারিত

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

২০২২ সালে ৪ লাখ ৩০ হাজার স্থায়ী বাসিন্দা নেবে কানাডা

bcv24 ডেস্ক

উন্নত ও নিরাপদ জীবনযাপন, চাকরি বা পড়াশোনার জন্য বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় দেশ কানাডা। আর তাই ... বিস্তারিত

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

কানাডায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্ত্রীসহ বীর মুক্তিযোদ্ধা

bcv24 ডেস্ক

শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে কানাডায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ নিহত হলেন অধুনা... বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অব কানাডার বার্ষিক ‘বনভোজন ২০২২’ অনুষ্ঠিত

bcv24 ডেস্ক

সবুজের সমারোহে সজ্জিত টরন্টোর এডামস পার্কের মনোরম পরিবেশে গত ২৪ শে জুলাই রবিবার অনুষ্ঠিত হল চট্ট... বিস্তারিত

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

অটোয়ায় সফলভাবে মঞ্চস্থ হলো “ তিন কন্যার উপাখ্যান

মৈত্রেয়ী দেবী

হল ভর্তি দর্শকশ্রোতার উপস্হিতিতে অটোয়ায় সফল ভাবে মঞ্চস্থ হলো “তিন কন্যার উপাখ্যান”।এমন হল ভর্তি... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত